
অম্বিকাপুর, ১৯ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের সুরগুজা জেলার অম্বিকাপুরে বিদ্যুতের লাইন মেরামত ও সংযোগ বিচ্ছিন্ন করার কাজ চলাকালীন বিদ্যুৎ দফতরের কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, রঘুনাথপুর থানার অন্তর্গত আস্কলা গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বিদ্যুৎ দফতরের একটি দল লাইন মেরামত করতে যায়। পাশাপাশি বকেয়া বিল না মেটানো গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। সেই সময় গ্রামের বাসিন্দা রবি যাদবের সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ শুরু হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই অভিযুক্ত ব্যক্তি বিদ্যুৎ কর্মীদের গালিগালাজ ও মারধর করেন।এছাড়াও কর্মীদের ভয় দেখানো এবং জোরপূর্বক আটকে রাখার চেষ্টাও করা হয় বলে অভিযোগ।
শুক্রবার বিদ্যুৎ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার নীরজ কুজুর জানিয়েছেন, এই ঘটনায় রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য