
কমলপুর (ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুর মহকুমার অপরেশকর গ্রামে এবিসি ইটভাটায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর শুক্রবার ধলাই জেলার কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিহত শ্রমিকদের বাড়ি পরিদর্শন করেন।
দলটির নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য মানিক ভট্টাচার্য। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধলাই জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব, ধলাই জেলা ওবিসি কংগ্রেস সভাপতি রবীন্দ্র বিশ্বাস, কংগ্রেস নেতা অমল মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রথমে প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল এবিসি ইটভাটা পরিদর্শনে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরবর্তীতে নেতা-নেত্রীরা নিহত সজল মালাকার, সুবল দেবনাথ, পিংকু শীল এবং বিধু শর্মার বাড়িতে যান। সেখানে শোকাহত পরিবারগুলির সঙ্গে কথা বলে শোকপ্রকাশ ও সমবেদনা জানান তাঁরা। পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে সামান্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
সংবাদমাধ্যমের সামনে পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য বলেন, এই দুর্ঘটনা প্রশাসনের গাফিলতির প্রমাণ এবং সরকারকে অবশ্যই নিহতদের প্রত্যেক পরিবারকে কমপক্ষে ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ