কোচবিহারে রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২
কোচবিহার, ১৯ ডিসেম্বর (হি. স. ) : কোচবিহারের মাথাভাঙায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২। আরও দু’জন গুরুতর আহত হয়ে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফিরদৌস হক। বয়স ১৭ বছর। আমির হো
কোচবিহারে রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২


কোচবিহার, ১৯ ডিসেম্বর (হি. স. ) : কোচবিহারের মাথাভাঙায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২। আরও দু’জন গুরুতর আহত হয়ে মাথাভাঙা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ফিরদৌস হক। বয়স ১৭ বছর। আমির হোসেন বয়স ১৯ বছর। তাঁরা দু’টি গাড়ির খালাসি হিসাবে ছিলেন। আহত দু’জন দু’টি গাড়ির চালক। তাঁরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কোচবিহারে ১৬ নম্বর রাজ্য সড়কে অশোকবাড়ি এলাকায়, দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ি দু’টি।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দু’টি ট্রাক থেকে মোট চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমির হোসেনের এক আত্মীয় বলেন, “প্রথমে আমিরের বাবার কাছে ফোন যায়। তারপর আমরা জানতে পেরে ছুটে আসি। এসে দেখি সব শেষ। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু’জনের।” কী কারণে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande