দামছড়ায় সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার
কাঞ্চনপুর (ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ টিইউএনএফ-এর এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে ভাঙমুন থানার ওসি-এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে হাইলাক
ত্রিপুরা পুলিশ


কাঞ্চনপুর (ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি.স.) : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ টিইউএনএফ-এর এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে ভাঙমুন থানার ওসি-এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে হাইলাকান্দি এলাকার বাসিন্দা কর্ণজয় রিয়াং (৪৫)–কে আটক করা হয়। ঘটনাটি ঘটে দামছড়ার কারগিল টিলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, কর্ণজয় রিয়াং গত আট মাস আগে টিইউএনএফ-এ যোগ দেন এবং সংগঠনের ‘মেজর’ পদে ছিলেন। প্রায় ৩০ জন সদস্যের এই গোষ্ঠীর পরিবারগুলিকে অসমের বিভিন্ন গ্রামে রাখা হয়েছে বলেও জানা গেছে। সংগঠনের সদস্যরা মিজোরামের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে চলাফেরা করছিল বলে সন্দেহ পুলিশের।

ঘটনা সম্পর্কে ভাঙমুন থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিরাপত্তার স্বার্থে গ্রেফতারকৃতকে পরে কাঞ্চনপুর থানায় স্থানান্তর করা হয়। শুক্রবার অভিযুক্তকে আদালতে পেশ করলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোষ্ঠীর অন্য সদস্যদের গতিবিধি ও কার্যকলাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছেন তদন্তকারী আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande