অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮ হাতির, ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত
হোজাই, ২০ ডিসেম্বর (হি.স.): অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮ হাতির। জখম হয়েছে আরও একটি। শনিবার ভোররাত ২টো ১৭ মিনিটে অসমের হোজাই জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীরা
অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৮ হাতির


হোজাই, ২০ ডিসেম্বর (হি.স.): অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল ৮ হাতির। জখম হয়েছে আরও একটি। শনিবার ভোররাত ২টো ১৭ মিনিটে অসমের হোজাই জেলায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার ভোররাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশন ধরে ছুটছিল যমুনামুখ-কামপুর সেকশন ধরে যাচ্ছিল সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস। যমুনামুখ-কামপুর সেকশন ধরে দ্রুত গতিতে ট্রেনটি যাওয়ার সময় হাতির একটি পাল লাইনে চলে আসে। ওই পালে কমবেশি ১১-১২টি হাতি ছিল বলে জানা যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande