
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : এস আই আর পর্ব মিটতে না মিটতেই মাইক্রো অবজার্ভারদের নিয়ে দু'দফায় প্রশিক্ষণ ও বৈঠক হবে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে। আগামী ২৪ তারিখ বুধবার এই নিয়ে আপাতত টানটান উত্তেজনায় শাসক ও বিরোধী শিবির। সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রেই এই খবর জানানো হয়েছে। এদিকে, ৪,০০০ মাইক্রো অবজার্ভারদের নিয়েই শুনানী পর্বের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এমন সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তাদের কাছেও পৌঁছে গিয়েছে কমিশনের নোটিশ। কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সূত্রেই এমন খবর জানিয়ে বলা হয়েছে যে, ইতিমধ্যেই ১০ লাখ নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৈধ ভোটারদের হাতে তা পৌঁছেও গেছে। চলতি মাসের ২৭ ডিসেম্বর থেকে একযোগে ২৪ টি জেলায় চলবে শুনানি পর্ব। বাদ পড়ার কারণ অনুসন্ধানেই প্রধানত চলবে ওই কাজ। ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত