দিল্লি থেকে কলকাতায় মঙ্গলবার তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের
কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার শহরে তিন সদস্যের এক প্রতিনিধি দল আসছেন। কলকাতা সফরে জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই ছিল চলতি পর্বের বৈঠক ও পরিদর্শন। সেইসঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ পর্যালোচনা। তবে একেবারে শেষ মুহূর্তেই জ্ঞানেশ কুম
দিল্লি থেকে কলকাতায় মঙ্গলবার তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের


কলকাতা, ২২ ডিসেম্বর (হি. স.) : মঙ্গলবার শহরে তিন সদস্যের এক প্রতিনিধি দল আসছেন। কলকাতা সফরে জ্ঞানেশ কুমারের নেতৃত্বেই ছিল চলতি পর্বের বৈঠক ও পরিদর্শন। সেইসঙ্গে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ পর্যালোচনা। তবে একেবারে শেষ মুহূর্তেই জ্ঞানেশ কুমার ই প্রতিনিধি দলে থাকছেন না। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রেই সোমবার তা জানা গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফেও ওই তিন সদস্যের কর্মসূচি সবিস্তারেই দিল্লি থেকে কলকাতায় এদিন জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ৩১ লাখেরও অধিক নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গে। উল্লেখ্য, সঠিক সংখ্যা - ৩১,৬৮, ৪২৪ জনের নাম রয়েছে নির্বাচন কমিশনের রেকর্ডে। ওই বাতিল নামের তালিকা ধরেই একে একে ডেকে পাঠানো হতে চলেছে। এ রাজ্যের ২৩টি জেলা সহ কলকাতা উত্তর এবং দক্ষিণ দুটি জেলা ধরেই কাজ হচ্ছে। সুতরাং ২৪ টি মোট জেলা ধরেই এগিয়ে চলবে শুনানি পর্বের প্রক্রিয়া। এর পরিপ্রেক্ষিতেই দ্রুততার সঙ্গে শুনানি পর্ব শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে নির্দেশ পৌঁছেছে যে, চলতি মাসেই ভোটারদের ডেকে পাঠানো হতে চলেছে। বৈধ নথিপত্র সহ হাজিরার জন্য তাদের উপস্থিত থাকতে নির্দেশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande