এন - জেন নতুন ডাকঘর কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বুধবার এন-জেন ডাকঘর উদ্বোধন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই। পরবর্তী জেনারেশনের জন্যে এমনতর উদ্যোগ। যোগাযোগ মন্ত্রকের তরফেও জানানো হয়েছে যে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে এই প্রথম। সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপ
এন - জেন নতুন ডাকঘর কলকাতা বিশ্ববিদ্যালয়ে


কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বুধবার এন-জেন ডাকঘর উদ্বোধন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই। পরবর্তী জেনারেশনের জন্যে এমনতর উদ্যোগ। যোগাযোগ মন্ত্রকের তরফেও জানানো হয়েছে যে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে এই প্রথম। সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত কেন্দ্রে এদিন যাত্রা শুরু করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে নতুন ডাকঘরের। এন-জেন (নেক্সট জেনারেশন) কলকাতা বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস, ডাক বিভাগের ফ্ল্যাগশিপ এম-জেন উদ্যোগের আওতায় সংস্কার ও আধুনিকীকরণের পর এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এন-জেন পোস্ট অফিসটি আধুনিক ডাক পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা গ্রাহক-বান্ধব, প্রযুক্তি-নির্ভর ও ডিজিটালি সক্ষম পরিষেবা পরিবেশ প্রদান করে। নবসাজে ও সংস্কারে ওই ডাকঘরে উন্নত পরিকাঠামো ও সুবিধা সংযোজিত হয়েছে। যার মাধ্যমে সঞ্চয় প্রকল্প, বিমা পরিষেবা, ডাক ও পার্সেল পরিষেবা এবং বিভিন্ন ই-সক্ষম নাগরিক পরিষেবাসহ বিস্তৃত পরিসরের ডাক, আর্থিক ও ডিজিটাল পরিষেবা এক ছাদের নিচে এখন থেকেই মিলবে।

চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার এই প্রসঙ্গে উল্লেখ করেন যে, এন-জেন উদ্যোগের লক্ষ্য ঐতিহ্যবাহী পোস্ট অফিসগুলিকে তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা ও প্রাণবন্ত পরিষেবা কেন্দ্রে রূপান্তরিত করা। সেইসঙ্গে ইন্ডিয়া পোস্টের প্রতি দীর্ঘদিনের আস্থা ও বিশ্বাস অটুট রাখা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক দেবাশিস দাস বলেন, - বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে একটি আধুনিক ডাক পরিষেবা কেন্দ্র স্থাপনের জন্য ডাক বিভাগকে আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, এই উদ্যোগ ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং আশপাশের এলাকার মানুষদের জন্য অত্যন্ত উপকারী হবে, কারণ এতে সহজে ও সুবিধাজনকভাবে প্রয়োজনীয় পরিষেবাগুলিতে প্রবেশাধিকার নিশ্চিত হবে।

এই উদ্বোধন অনুষ্ঠান ডাক বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হল, যা উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও উৎকৃষ্ট পরিষেবার প্রতি ইন্ডিয়া পোস্টের অঙ্গীকারকে পুনরায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে তুলবে। এর আগে জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, কেরালা ও অসমের গৌহাটি এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande