
গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিনেশন (এডিআরই)-এ উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র আগামী জানুয়ারির শুরুতে বিতরণ করা হবে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ শুক্রবার তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, গ্রেড-ফোর পদে উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি এবং গ্রেড-থ্রি পদে উত্তীর্ণ প্রার্থীরা পরেরদিন ১০ জানুয়ারি নিয়োগপত্র গ্রহণ করবেন। উভয় অনুষ্ঠানই গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে সকাল ১০টা থেকে শুরু হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ উত্তীর্ণ সকল প্রার্থীকে নির্ধারিত তারিখে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী ড. শৰ্মা।
প্ৰসঙ্গত, এডিআরই অসম সরকারের অন্যতম একটি বৃহৎ নিয়োগ অভিযান। এর মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরে প্ৰায় দেড় লক্ষ্য শূন্যপদ পূরণ করা হয়েছে এবং হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস