
সাগর, ২৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের সাগর জেলার রাহলি থানার অন্তর্গত মাইনাই গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এক মর্মান্তিক ঘটনা ঘটে। একটি বাড়ির ভেতর থেকে এক মহিলা ও তাঁর দুই নাবালক সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রচনা লোধী (৩২)। তাঁর সঙ্গে পাঁচ বছরের ছেলে ঋষভ ও দুই বছরের ছেলে রামের দেহও উদ্ধার হয়। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্বামী ও ভাসুর বাড়ি ফিরে এসে ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে রাহলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। নমুনা সংগ্রহ করেছে পুলিশ । শুক্রবার তিন জনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানান , ময়নাতদন্তের রিপোর্ট ও ফরেনসিক পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। গোটা ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য