
আগরতলা, ২৬ ডিসেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তাঁর স্মৃতি স্মরণ করল। আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত এই স্মরণসভায় উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা, যুব সংগঠনের প্রতিনিধিরা এবং কর্মীরা।
সভায় ডঃ মনমোহন সিং-এর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে দলের নেতারা তাঁর জীবন, কর্মজীবন ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন। অর্থনীতিবিদ, প্রশাসক ও সংস্কারক হিসেবে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং ভারতের উন্নয়নযাত্রায় তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়।
প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী তাঁর বক্তব্যে ডঃ সিং-এর সততা, নীতিবোধ ও জনকল্যাণে নিষ্ঠার কথা উল্লেখ করে দলের কর্মীদের সেই মূল্যবোধ অনুসরণ করার আহ্বান জানান। তিনি বলেন, “ডঃ মনমোহন সিং শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন দেশের অর্থনৈতিক রূপান্তরের স্থপতি। তাঁর আদর্শই আমাদের পথপ্রদর্শক।”
অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ প্রবীণ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাঁরা সবাই প্রয়াত প্রধানমন্ত্রীর আদর্শকে সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্মরণসভাটি একদিকে যেমন প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ, তেমনই দলীয় কর্মীদের সামনে নতুন সংকল্পের দিশা দেখিয়েছে বলে জানিয়েছেন প্রবীর চক্রবর্তী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ