
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ডিরোজিও প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি শুক্রবার লিখেছেন যে, - বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ ও মহান শিক্ষাবিদ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাঁর ‘ইয়ং বেঙ্গল’ আন্দোলন আজও আমাদের প্রেরণা জোগায়।
এই মহান চিন্তাবিদের আদর্শ অনুসরণ করে ২০১১ সাল থেকে আমাদের সরকার শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করেছে - বৃহৎ পরিকাঠামোগত উন্নয়ন, পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং শিক্ষার্থীবান্ধব একাধিক কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে, যা আজ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মডেল হিসেবে স্বীকৃত।
উল্লেখ্য, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ১৮০৯ এর ১৮ এপ্রিল কলকাতা শহরে এন্টালি - পদ্মপুকুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। মুক্ত চিন্তক হিসেবে পরিচিত ছিলেন তিনি। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ১৭ বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান - ধারণার মতোই গতানুগতিকতামুক্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত