দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন -ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন -ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

উল্লেখ্য, ভারতীয় রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও আমলা। ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত একটানা দুইবার ভারতের তেরো তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। প্রসঙ্গত, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও নরেন্দ্র মোদীর পর তিনি ছিলেন চতুর্থ দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande