নদীয়া জেলাতে আশাকর্মীদের দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ, ব্যাহত স্বাভাবিক পরিষেবা
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ১৫ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে কৃষ্ণনগরে এদিন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে বলে অভিযোগ মিলেছে। শুক্রবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনেই আশাকর্মীদের তরফেও রাস্তা অবরোধ কর্মসূচি হয়। উল্লেখ্য, মাসিক ন
বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ট্রলার ভস্মীভূত


কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : ১৫ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে কৃষ্ণনগরে এদিন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে বলে অভিযোগ মিলেছে। শুক্রবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনেই আশাকর্মীদের তরফেও রাস্তা অবরোধ কর্মসূচি হয়।

উল্লেখ্য, মাসিক ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা মূল দাবি সহ একাধিক দাবিতে কৃষ্ণনগরে উত্তাল স্বাস্থ্য দপ্তর এলাকা। শুক্রবার সকাল থেকেই কৃষ্ণনগর সদর হাসপাতাল সংলগ্ন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আশাকর্মীরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হয়েও ন্যায্য পারিশ্রমিক এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। মাসিক ১৫ হাজার টাকা স্থায়ী বেতনের পাশাপাশি অবসর ভাতা, চিকিৎসা সুবিধা ও কাজের স্বীকৃতির দাবিতে ওই আন্দোলন কারীরা এদিন পথে নেমেছেন।

তাদের স্পষ্ট বার্তা - দাবি না মানলে এই বিক্ষোভ আরও তীব্র হবে এবং বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটবেন।

ঘটনায় প্রকাশ, এদিন সকাল থেকে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সাধারণ মানুষ ও হাসপাতালগামী রোগীরাও নাকাল হয়েছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এপর্যন্ত আন্দোলন চলছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও লিখিত আশ্বাস মেলেনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande