কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবীণ সংবাদপত্র বিতরক
কল্যাণপুর (ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) : রেশন দোকান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবীণ সংবাদপত্র বিতরক অজয় আচার্য। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার খোয়াই জেলার কল্যাণপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাড়ি ফেরার সময় এ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু


কল্যাণপুর (ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) : রেশন দোকান থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবীণ সংবাদপত্র বিতরক অজয় আচার্য। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার খোয়াই জেলার কল্যাণপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাড়ি ফেরার সময় একটি বেপরোয়া লরি তাঁকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অজয় আচার্য দীর্ঘদিন ধরে হেঁটে বিভিন্ন এলাকায় সংবাদপত্র বিলি করতেন। পেশার প্রতি তাঁর নিষ্ঠা ও সংযম তাঁকে সংবাদমহলে বিশেষভাবে সমাদৃত করে তুলেছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী সংবাদবাহক, সংবাদপ্রেমী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। মৃতের পরিবারকে সহায়তার জন্যও এগিয়ে আসার আহ্বান জানান অনেকে। অজয় আচার্যের অকাল প্রয়াণে সংবাদমহল আজ শোকাহত। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande