
বাজারিছড়া (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : বাজারিছড়া গ্ৰাম পঞ্চায়েত (জিপি)-এর অধীন কালাছড়া নেতাজিপল্লীর বাসিন্দা তথা অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার রমাকান্ত দাস আর নেই। আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটা নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যকালে বয়স হয়েছিল ৮০ বছর। তিনি রেখেগে ছেন স্ত্রী কামনা দাস, দুই ছেলে যথাক্রমে রাজীব দাস ও হিতেশ্বর দাস, দুই পুত্রবধূ অর্চনা দাস ও রাখি নাগ দাস, জামাতা, নাতি-নাতনি এবং বহু আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণমুগ্ধকে।
জানা গেছে, বার্ধক্যদজনিত রোগ ভুগছিলেন তিনি। আজ সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে আজই ইহলীলার সব মায়া ত্যাগ করে পরদেশে পাড়ি দিয়েছেন। আজ রাতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নেতাজিপল্লীতে অবস্থিত সর্বজনীন কালীবাড়ির শ্মশানঘাটে।
উল্লেখ্য, রমাকান্ত দাস ছিলেন অত্যন্ত নম্র ভদ্র ও মিষ্টভাষী। তিনি কর্মজীবনে প্রথমাবস্থায় সেনাবাহিনীতে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে ডাক বিভাগে যোগ দেন। অত্যন্ত সুনামের সঙ্গে ডাক বিভাগে কাজ করে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন রমাকান্ত। তিনি ডাক বিভাগে সিনিয়র পোস্ট মাস্টার হিসাবে বরাক উপত্যকা, ত্রিপুরার বিভিন্ন পোস্ট অফিসে সুনামের সঙ্গে কর্তব্য সম্পাদন করেছেন। কাছাড় জেলার অরুণাচল পোস্ট অফিস থেকে অবসর নেন তিনি। অবসর পরবর্তীতে তিনি নিজেকে গৃহস্থালির নানা কাজে ব্যস্ত রেখেছিলেন।
আজ তাঁর মৃত্যু সংবাদে নিজের গ্রাম সহ বৃহত্তর বাজারিছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রয়তের পরিচিত মহলের অনেকে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস