ফিরে দেখা ২০২৫, বিষয় : বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব
গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে উত্তর-পূর্বাঞ্চলে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শন বিষয়ক কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা হিন্দুস্থান সমাচার-এর। ১৯ জানুয়ারি ‘মন কি বাত’-এ অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্
ফিরে দেখা ২০২৫ (১)


গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিদায়ী ২০২৫ সালে উত্তর-পূর্বাঞ্চলে নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব প্রদর্শন বিষয়ক কয়েকটি খবর তুলে ধরার চেষ্টা হিন্দুস্থান সমাচার-এর।

১৯ জানুয়ারি ‘মন কি বাত’-এ অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'পরীক্ষা পে চৰ্চা'-য় অংশগ্রহণ ত্রিপুরার শ্রী আর্য কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সিপাহিজলা জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমার বাসিন্দা প্রীতম দাসের।

২০ মে মিজোরামকে ভারতের প্রথম সম্পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা ‘আন্ডারস্ট্যান্ডিং লাইফ-লং লার্নিং ফর অল ইন সোসাইটি’-এর।

২২ সেপ্টেম্বর অরুণাচল প্রদেশে ৫,১০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

২২ সেপ্টেম্বর ত্ৰিপুরার উদয়পুরে মাতাবাড়িতে পুননির্মিত ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

২০ ডিসেম্বর গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪ লক্ষ বৰ্গমিটার ব্যাপী বিস্তৃত, চার হাজার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত টার্মিনালের উদ্বোধন, নামরূপে ১২ লক্ষ মেট্রিক টন উৎপাদনক্ষম ইউরিয়া সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ প্রায় ১৬ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস প্রধানমন্ত্রী মোদীর।

২১ ডিসেম্বর অসমে ‘শিল্পায়ন এবং সংযোগ অসমের স্বপ্ন পূরণ করছে, কেন্দ্রের পাম তেল মিশন উত্তর-পূর্বাঞ্চলকে ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ করে তুলবে এবং আগামী দিনে কৃষকদের আয় বাড়াবে, ঘোষণা প্রধানমন্ত্রীর।

গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের বুকে নৌভ্রমণ করতে করতে অসমের নির্বাচিত ২৫ জন স্কুলপড়ুয়ার সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’ শীর্ষক অনুষ্ঠানে মতবিনিময় প্রধানমন্ত্রী মোদীর।

২৬ ডিসেম্বর নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে শিল্পকলা ও সংস্কৃতি বিভাগে সংগীত জগতে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারী শিশুদের জন্য সর্বোচ্চ অসামরিক সম্মান মিজোরামের খুদে কণ্ঠশিল্পী এসথার নামতের হাতে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার ২০২৫’ তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শিক্ষা ও মানবসম্পদ

- উন্নত শিক্ষা পরিবেশের ফলে অসমের স্কুলছুটের হার বহুগুণ কমেছে।

- নিট (এনআইআইটি) শিলচর-এর তৈরি নিউরাল চিপ ও প্রযুক্তিগত উন্নয়ন জাতীয় স্তরে প্ৰশংসিত।

- দুটি গ্রহাণু আবিষ্কারের জন্য অসমের আরিয়ান জিশানকে নাসা সম্মাননা।

৬ জানুয়ারি অসমের ১১টি জেলায় শুরু প্ৰথম দফার ‘গুণোৎসব ২০২৫’। ‘গুণোৎসব’ পৰ্বে মূল্যায়ন হয়েছে বিভিন্ন স্কুলের মোট ১৪,১১,৮৭৪ লক্ষ ছাত্ৰছাত্ৰীর। ‘গুণোৎসব ২০২৫’-এর মূল ভাবনা ছিল ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করা’।

পরিকাঠামো ও পুরস্কার

- উত্তরপূর্ব ভারতের অহংকার, গুয়াহাটি আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ‘আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার ২০২৫’ জিতেছে।

- সমাজ ও শিল্পে অবদানের জন্য অনেক বিশিষ্ট নাগরিককে আসাম এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত করেছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য।

অর্থনীতি, বিনিয়োগ ও শিল্প

অ্যাডভান্টেজ আসাম ২.০ শীর্ষ সম্মেলনে রাজ্যের শিল্প, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধিকে উৎসাহিত প্ৰদানের লক্ষ্যে বহু লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি।

- গত কয়েক বছরের তুলনায় অসমের অর্থনীতি দ্বিগুণ হারে পৌঁছেছে ছয় লক্ষ কোটি টাকার কাছাকাছি।

- ভবিষ্যতে কৰ্মসংস্থানের সুযোগ বাড়াতে অসমের জাগিরোডে সেমিকন্ডাক্টর হাব ও উচ্চ প্রযুক্তি উদ্যোগে বড় পদক্ষেপ গ্রহণ।

জেলা ও সমাজ উন্নয়ন

সম্প্রীতি ও সমাজ উন্নয়নের সম্মানজনক স্বীকৃতি স্বরূপ ‘আদি কর্মযোগী অভিযান ২০২৫’ পুরস্কার লাভ গোলাঘাট জেলার।

২০২৫ সাল অসমের জন্য শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা ও অর্থনীতির ক্ষেত্রে স্মরণীয় বছর।

২০২৫ সালে ত্রিপুরার গুরুত্বপূর্ণ কয়েকটি সাফল্য ও অর্জনসমূহ :

জাতীয় ও আঞ্চলিক স্তরে স্বীকৃতি

- ধরতি আবা জন ভাগিদারী অভিযান এবং পিএম জনমন কার্যক্রমের জন্য তিনটি জাতীয় পুরস্কার অর্জন ত্রিপুরার।

- ১৫,৫৮৪-এরও বেশি ঘর নির্মাণ, ১৪১টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ৩৮,০১৪টি বাড়িতে নলের জলের সংযোগ বহু উন্নয়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন।

- গ্রামে ই-গভর্নেন্সে জাতীয় পুরস্কার

পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত গ্রামীণ ই-গভর্নেন্সে জাতীয় রৌপ্য পুরস্কারে ভূষিত।

ব্যবসায়িক সংস্কার কর্ম পরিকল্পনায় সাফল্য

- উদ্যোগ সমাগম ২০২৫-এর অধীনে ব্যবসায়িক সংস্কার কর্ম পরিকল্পনা ২০২৪ অনুসারে ‘টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড’ অর্জন ত্রিপুরার।

জ্বালানি খাতে জাতীয় স্বীকৃতি

- ‘জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার’ লাভ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর।

অর্থনীতি, উদ্যোগ ও কর্মসংস্থান

- স্টার্টআপ ও উদ্যোক্তা বৃদ্ধি,উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে স্টার্টআপ বৃদ্ধিতে শীর্ষস্থান দখল ত্রিপুরার।

- গ্রামীণ জীবিকায় বড় সহায়তা। ‘ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন’ এবং আত্মনির্ভর গোষ্ঠী-র জন্য মাত্র আট মাসে প্রায় ৩৮৯.৭৫ কোটি টাকা অনুদান অনুমোদিত।

- এমজিএনরেগা বলে কর্মসংস্থান বৃদ্ধি। কেন্দ্রীয় গড়ের চেয়ে বেশি কৰ্মদিবস তৈরি ত্রিপুরার।

শিক্ষা ও মানব উন্নয়ন

- ভারতের তৃতীয় পুরোপুরি সাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃত ত্রিপুরা।

- উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে এআইটিটি ২০২৫-এ শীৰ্ষস্থান দখল করে সম্মানিত ত্রিপুরার তরুণ শিক্ষার্থী স্যামুয়েল দেববর্মা।

শহর উন্নয়ন ও অবকাঠামো

- শহুরে পরিকল্পনা ও উন্নয়নে ২৪০.৫ কোটি টাকা অনুদান কেন্দ্রীয় সরকারের। ২০টি পুর এলাকায় পানীয় জল, সোলার লাইট, সিসিটিভি ও উন্নত বাণিজ্যিক ক্ষেত্রের উন্নয়ন।

কঠিন পরিস্থিতিতে প্রশাসনিক সাফল্য

আইন-শৃঙ্খলা ও অপরাধের হার হ্ৰাস। মাদক দ্ৰব্য উদ্ধার ও ধ্বংস কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি।

(অন্য বিষয়ের খবর পরবর্তীতে)

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande