
শিলিগুড়ি, ২৬ ডিসেম্বর (হি. স.) : এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। শিলিগুড়ির চেকপোস্ট থেকে আমবাড়ির দিকে যাওয়ার পথে আশিঘর মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক স্কুটারে ধাক্কা মারলে এই বিপত্তি ঘটে । শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় গুরুতর জখম আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের বাড়ি শিলিগুড়ির আমতলা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি স্কুটারে তিনজন আরোহী ছিলেন এবং কারও মাথাতেই হেলমেট ছিল না। আচমকাই ট্রাকটি স্কুটারটিকে পেছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তবে শুধু ট্রাফিক আইন লঙ্ঘনই নয়, স্থানীয়দের অভিযোগের তির প্রশাসনের অব্যবস্থার দিকেও। তাঁদের দাবি, নির্বাচনের পর থেকেই ইস্টার্ন বাইপাসের রাস্তার আলো জ্বলে না। সন্ধ্যার পর গোটা এলাকা অন্ধকারে ডুবে থাকে। শীতের রাতে কুয়াশা এবং অন্ধকারের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় অন্ধকার রাস্তায় দুর্ঘটনার প্রবণতা বাড়ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি