
অম্বিকাপুর, ২৬ ডিসেম্বর (হি.স.) : সমাজ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকাঙ্ক্ষা টপ্পোকে গ্রেফতার করেছে সীতাপুর থানার পুলিশ। রাজ্যের মন্ত্রী লক্ষ্মী রাজওয়াড়ে ও বিধায়ক রামকুমার টপ্পোর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সীতাপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আকাঙ্ক্ষা টপ্পোর করা মন্তব্যকে জন প্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী ও শালীনতাবিরোধী বলে উল্লেখ করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে এবং ডিজিটাল প্রমাণ খতিয়ে দেখে।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলতেই শুক্রবার আকাঙ্ক্ষা টপ্পোকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার উদ্দেশ্য ও পেছনে কোনও পরিকল্পিত অভিসন্ধি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষ হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা ও তার সীমা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য