
হাইলাকান্দি (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : আগামী জানুয়ারি মাস থেকে রেহাই মূল্যের গণবণ্টনের তিনটি সামগ্রী ১০০ টাকায় বিতরণ করা হবে। আজ শুক্রবার হাইলাকান্দির খাদ্য ও গণবণ্টন, গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।
জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানানো হয়েছে, আগে এই তিনটি সামগ্রী ১১৭ টাকায় বণ্টন করার ব্যবস্থা ছিল। এখন থেকে এক কেজি মসুর ডাল ৬০ টাকায়, চিনি ৩০ টাকায় এবং লবণ ১০ টাকায় জানুয়ারি মাস থেকে বিতরণ করা হবে বলে প্রেস বার্তায় জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস