
কানপুর, ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরের নবাবগঞ্জ থানা এলাকায় গঙ্গা ব্যারাজে যানবাহন তল্লাশির সময় ব্যারিকেড ভেঙে তিন পুলিশকর্মীর উপর হামলার ঘটনায় দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন এখনও পলাতক, তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) জানান, মঙ্গলবার রাতে গঙ্গা ব্যারাজে চেকিং চলাকালীন উন্নাওয়ের দিক থেকে আসা নম্বরবিহীন একটি গাড়িকে থামানোর চেষ্টা করা হয়। কিন্তু গাড়ির চালক ব্যারিকেড ভেঙে দ্রুতগতিতে এগিয়ে যায়। এতে ব্যারিকেড থেকে ছিটকে পড়ে দুই সাব-ইনস্পেক্টর ও এক হোমগার্ড গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ চারটি দল গঠন করে তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে মথুরার বাসিন্দা শ্যাম সুন্দর ও বিধানুর বাসিন্দা অভিজিৎ চতুর্বেদীকে গ্রেফতার করে। অভিযুক্তরা বিটেকের ছাত্র। তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি তিন অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান চলছে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য