
শিলচর (অসম), ২৬ ডিসেম্বর (হি.স.) : স্বল্পকালীন রোগ ভোগের পর প্রয়াত হলেন উধারবন্দের প্রবীণ নাগরিক অরবিন্দ সী। বার্ধক্যজনিত রোগে ভোগে নিউমোনিয়ায় আক্রান্ত হন বছর ৮৭-র অরবিন্দ। আজ শুক্রবার ভোর ৫:০০টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সর্বজনপ্রিয় অরবিন্দ সী। রেখে গেছেন দুই ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি, ভ্রাতুষ্পুত্র-ভ্রাতুষ্পুত্রী সহ বহু আত্মীয়-পরিজন, গুরুভাই-গুরুবোন এবং অসংখ্য গুণমুগ্ধকারী।
অরবিন্দ সী প্রথম জীবনে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল কোর্পসে চাকরি করতেন। পরে সেই চাকরি ছেড়ে অসম সরকারের কৃষি বিভাগে যোগ দেন। ১৯৯৮ সালে তিনি হাইলাকান্দি থেকে অবসর গ্রহণ করে উধারবন্দের মূল বাড়িতে চলে আসেন। তিনি ছিলেন স্বামী নিগমানন্দ পরমহংসদেবের একনিষ্ঠ সেবক। অসম বঙ্গীয় সারস্বত সংঘ-এর সঙ্গে আমৃত্যু জড়িত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে উধারবন্দে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে অনেকেই আর্যপল্লির বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। শুক্রবার দুপুরে অসংখ্য গুণমুগ্ধের উপস্থিতিতে উধারবন্দ শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছ।
উল্লেখ্য, প্রয়াত অরবিন্দ সী-র বড় ছেলে উত্তমকুমার সী একজন বরিষ্ঠ সাংবাদিক। বর্তমানে তিনি শিলচর থেকে প্রকাশিত সাময়িক প্রসঙ্গ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস