
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : দত্তাবাদের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করল বিধাননগর কমিশনারেট। ওই খুনের ঘটনায় মূল অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। এই খুনের মামলায় ইতিমধ্যেই প্রশান্ত ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ না করায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে পুলিশ।
বারাসত আদালত থেকে প্রথমে আগাম জামিন পেলেও, গত সোমবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খান প্রশান্ত বর্মন। উচ্চ আদালত তাঁর জামিনের আবেদন তো খারিজ করেই, পাশাপাশি নির্দেশ দেয় ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত বিডিও। কিন্তু শীর্ষ আদালতে মামলাটি এখনও লিস্টিং বা তালিকাভুক্ত হয়নি বলে জানা গিয়েছে।
ফলে একদিকে সুপ্রিম কোর্ট থেকে তাৎক্ষণিক কোনো রক্ষাকবচ না মেলা, এবং অন্যদিকে হাইকোর্টের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়া— এই জোড়া চাপে কোণঠাসা প্রশান্ত বর্মন। এই সুযোগেই আর দেরি না করে তাঁকে গ্রেফতার করতে আদালতের পরোয়ানা চাইছে তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত অক্টোবরের শেষে নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় অপহৃত ওই ব্যবসায়ীর দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে মূল মাথা রাজগঞ্জের বিডিও। ইতিমধ্যেই এই মামলায় প্রশান্ত-ঘনিষ্ঠ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এবার মূল অভিযুক্তকে হেফাজতে নিতে মরিয়া পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি