আমেঠিতে যুবক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার তিন অভিযুক্ত
আমেঠি , ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার মুসাফিরখানা থানা এলাকায় ২৩ বছর বয়সি এক যুবক খুনের ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ঘটনায়
আমেঠিতে যুবক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার তিন অভিযুক্ত


আমেঠি , ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার মুসাফিরখানা থানা এলাকায় ২৩ বছর বয়সি এক যুবক খুনের ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ঘটনায় জড়িত দুই নাবালককে আইন অনুযায়ী পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানান, গত ২৩ ডিসেম্বর পিন্ডারা ঠাকুর গ্রামের বাসিন্দা সন্তোষ মিশ্র থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, তাঁর ছেলে রত্নেশ মিশ্র ওরফে শিব (২৩) সন্ধ্যায় শৌচ কর্মের জন্য নালার ধারে গেলে গ্রামের কয়েকজন যুবক পুরনো শত্রুতার জেরে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পুলিশের বিশেষ দল শুক্রবার তিন অভিযুক্ত—অঙ্কিত যাদব, পঙ্কজ যাদব ও শিবপূজন যাদবকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। ঘটনার পর এলাকা জুড়ে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande