খোয়াইয়ের ছাত্রী ঋদ্ধিতার জাতীয় স্তরে চিত্রাঙ্কনে সাফল্য
খোয়াই (ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার খোয়াই জেলার আজগরটিলা গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঋদ্ধিতা ঘোষ জাতীয় স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছে। খোয়াইয়ের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা র
অঙ্কন প্রতিযোগিতায় সাফল্য


খোয়াই (ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার খোয়াই জেলার আজগরটিলা গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঋদ্ধিতা ঘোষ জাতীয় স্তরের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার জিতে রাজ্যের নাম উজ্জ্বল করেছে।

খোয়াইয়ের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রামকৃষ্ণ ঘোষ ও মিতালী গোপের কন্যা ঋদ্ধিতা আগরতলার হলি ক্রস স্কুলের ছাত্রী। ১১ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে এই গৌরব অর্জন করে। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন, যা প্রতিযোগিতার মর্যাদা আরও বাড়িয়ে দেয়।

ছোটবেলা থেকেই আঁকাআঁকিতে দক্ষতা ও আগ্রহ দেখিয়ে আসা ঋদ্ধিতা স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর রাজ্য পর্যায়েও সেরা হয়। এরপরই তার জাতীয় স্তরে অংশ নেওয়ার পথ প্রশস্ত হয়। পড়াশোনা এবং সৃজনশীল কর্মকাণ্ড— দুই ক্ষেত্রেই সমান পারদর্শী এই ছাত্রী স্থানীয়দের কাছেও অত্যন্ত প্রশংসিত।

ঋদ্ধিতার পরিবার তার কৃতিত্বে ভীষণ আনন্দিত। তার বাবা-মা জানিয়েছেন, এই অর্জন শুধু পরিবারের নয়, গোটা খোয়াই জেলার জন্য গর্বের। তারা ভবিষ্যতেও শিল্পকলার উৎকর্ষ সাধনে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ঋদ্ধিতার দাদা প্রয়াত প্রমোদ রঞ্জন ঘোষ এলাকায় সমাজসেবী হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর নাতনির এই সাফল্য গ্রামের মানুষকে আনন্দিত করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande