পান্ডবেশ্বরে ‘অনুন্নয়নের পাঁচালি’ তুলে ধরলেন জিতেন্দ্র তেওয়ারী
দুর্গাপুর, ২৬ ডিসেম্বর (হি.স.) : রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস যখন উন্নয়নের সাফল্য প্রচারে ময়দানে নেমেছে, তখন পান্ডবেশ্বরে থমকে থাকা প্রকল্প ও পরিকাঠামোর বেহাল অবস্থাকে সামনে রেখে পাল্টা আক্রমণে নামলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তে
থমকে অডিটোরিয়াম নির্মানের কাজ, মুখ থুবড়ে অ্যাম্বুলেন্স- শববাহি গাড়ী,  পান্ডবেশ্বরে অনুন্নয়নের পাঁচালি নিয়ে ময়দানে জীতেন্দ্র তেওয়ারী


দুর্গাপুর, ২৬ ডিসেম্বর (হি.স.) : রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস যখন উন্নয়নের সাফল্য প্রচারে ময়দানে নেমেছে, তখন পান্ডবেশ্বরে থমকে থাকা প্রকল্প ও পরিকাঠামোর বেহাল অবস্থাকে সামনে রেখে পাল্টা আক্রমণে নামলেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপির রাজ্য নেতা জিতেন্দ্র তেওয়ারী।

তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে পান্ডবেশ্বরের সরপি মোড়ে প্রস্তাবিত রবীন্দ্র ভবন (অডিটোরিয়াম) নির্মাণকাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। একই সঙ্গে থানায় পড়ে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স, আর ব্লক অফিসে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে শববাহী গাড়ি।

জিতেন্দ্র তেওয়ারীর দাবি, ২০১৭–১৮ সালে বিধায়ক থাকাকালীন তিনি পান্ডবেশ্বরে রবীন্দ্র ভবন নির্মাণের উদ্যোগ নেন। প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হয় এবং ২০১৯ সালে কাজ শুরু হয়। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরই রহস্যজনকভাবে নির্মাণকাজ থমকে যায়। বর্তমানে ওই এলাকায় ঝোপঝাড়ে ভরে সমাজবিরোধী কার্যকলাপের আখড়া গড়ে উঠেছে বলেও অভিযোগ।

তিনি বলেন, “রাজ্য সরকার চাইছে না সাধারণ মানুষ সাংস্কৃতিকমনস্ক হোক। মানুষ শিক্ষিত হলে অনিয়মের প্রতিবাদ করবে—এই ভয়েই অডিটোরিয়ামের কাজ বন্ধ রেখে শুধু পাঁচিল দেওয়া হচ্ছে।” প্রাক্তন বিধায়কের আরও অভিযোগ, তাঁর বিধায়ক তহবিল থেকে দেওয়া পান্ডবেশ্বর ও লাউদোহার অ্যাম্বুলেন্স বর্তমানে থানায় পড়ে নষ্ট হচ্ছে। লাউদোহার শববাহী গাড়িটিও ব্লক অফিসে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এমনকি বিভিন্ন প্রকল্পের ফলক থেকে তাঁর নাম মুছে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিন তিনি লাউদোহা এলাকায় বেহাল সড়ক পরিস্থিতির কথাও তুলে ধরেন। গৌরবাজার–মাধাইগঞ্জ রাস্তায় অতিরিক্ত ভারী বালিবাহী লরি চলাচলের ফলে রাস্তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। স্কুল, হাসপাতাল যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছে।

জিতেন্দ্র তেওয়ারীর বক্তব্য, “১০ টনের রাস্তা দিয়ে ৪০–৫০ টনের ডাম্পার চলছে। দুর্ঘটনা বাড়ছে। অথচ প্রশাসন নীরব। পান্ডবেশ্বরের মানুষ এর জবাব দেবে।” এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande