নিমুচে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত তিন, আহত আরও এক
নিমুচ, ২৬ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের নিমুচ জেলায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নয়াগাঁও থানা এলাকার অন্তর্গত মহো-নাসিরাবাদ জাতীয় সড়কে টোল প্লাজা ও রেল ক্রসিংয়ের মাঝামাঝি একটি দ্রুতগতির গাড়ি সামনে চলা ট্রাকের পি
নিমুচে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত তিন, আহত আরও এক


নিমুচ, ২৬ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের নিমুচ জেলায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নয়াগাঁও থানা এলাকার অন্তর্গত মহো-নাসিরাবাদ জাতীয় সড়কে টোল প্লাজা ও রেল ক্রসিংয়ের মাঝামাঝি একটি দ্রুতগতির গাড়ি সামনে চলা ট্রাকের পিছনে ধাক্কা মারে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের চিতোরগড় জেলার মান্দফিয়ায় সানওয়ালিয়া শেঠের মাজার পরিদর্শন করে গাড়িতে করে ফিরছিলেন আরোহীরা। রাত প্রায় পৌনে দু’টো নাগাদ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা যান। একজন গুরুতর আহত অবস্থায় নিমুচ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande