যানবাহনের চালানের নামে ভুয়ো লিঙ্ক, লক্ষাধিক টাকার প্রতারণার শিকার নয়ডার বাসিন্দা
নয়ডা, ২৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলায় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে এক ব্যক্তি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। যানবাহনের চালানের নামে পাঠানো ভুয়ো মেসেজের লিঙ্কে ক্লিক করতেই তাঁর মোবাইল ফোন হ্যাক হয়ে যায়। এরপর ভুক্তভোগীর নথি ব্যব
যানবাহনের চালানের নামে ভুয়ো লিঙ্ক, লক্ষাধিক টাকার প্রতারণার শিকার নয়ডার বাসিন্দা


নয়ডা, ২৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলায় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে এক ব্যক্তি আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। যানবাহনের চালানের নামে পাঠানো ভুয়ো মেসেজের লিঙ্কে ক্লিক করতেই তাঁর মোবাইল ফোন হ্যাক হয়ে যায়। এরপর ভুক্তভোগীর নথি ব্যবহার করে ব্যাঙ্ক থেকে ৪ লক্ষ ১৮ হাজার টাকা ঋণ নেওয়া হয় এবং সেই অর্থ তুলে নেওয়া হয়।

শুক্রবার সেক্টর ১১৩ থানার এক পুলিশ আধিকারিক জানায়, সেক্টর ১২৩-এর বাসিন্দা ব্রহ্ম দত্ত পাল এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর এইচডিএফসি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট ছিল, যেখানে মাত্র ১,২০০ টাকা জমা ছিল। অভিযুক্তরা তাঁর মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ঋণের টাকা অ্যাকাউন্টে জমা করিয়ে একাধিক লেনদেনের মাধ্যমে তা তুলে নেয়।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় সাইবার প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষকে অচেনা লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande