
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন এর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন।
সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ব বন্ধু সেন জি-র প্রয়াণে শোকাহত। ত্রিপুরার অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এই শোকের সময়ে তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওম শান্তি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ