কংগ্রেস আমলে অসমে অবৈধ বিদেশিদের যাতায়াত ছিল সহজ, এখন তা অসম্ভব : নীতিন নবীন
গুয়াহাটিতে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনকে স্বাগত ২০ হাজারের বেশি কার্যকর্তার গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে অবৈধ বিদেশিদের অসমে প্রবেশ করা সহজ ছিল, কিন্তু এখন তা অসম্ভব, বলেছেন বিজেপির নবনিযুক্ত জ
প্ৰথমদিনের অধিবেশনে বক্তব্য পেশ করছেন নীতিন নবীন


অধিবেশনে নীতিন নবীনকে ঝাঁপি পরিয়ে সংবর্ধনা জানানোর দৃশ্য


প্ৰথমদিনের অধিবেশনে বিজেপির পদাধিকারীদের একাংশ


গুয়াহাটিতে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনকে স্বাগত ২০ হাজারের বেশি কার্যকর্তার

গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে অবৈধ বিদেশিদের অসমে প্রবেশ করা সহজ ছিল, কিন্তু এখন তা অসম্ভব, বলেছেন বিজেপির নবনিযুক্ত জাতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন।

আজ শুক্রবার শ্রীমন্ত শংকরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত বিজেপির অসম প্রদেশ কার্যনির্বাহী কমিটির অধিবেশন বক্তব্য পেশ করছেলেন দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন।

বিজেপির প্রদেশ মুখপাত্ৰ জয়ন্তকুমার গোস্বামী এক প্ৰেস বিজ্ঞপ্তিতে অসম প্রদেশ কার্যনির্বাহী কমিটির প্ৰথম দিনের প্রধম অধিবেশনের তথ্য দিয়ে জানান, দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া স্বাগত ভাষণে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় কাৰ্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের পরিচিতি তুলে ধরেছেন। ২০০৯ সাল থেকে ভারতীয় জনতা যুব মোৰ্চা সাংগঠনিক কাজকর্মের বলে অসমের সঙ্গে নীতিন নবীনে নিবিড় সম্পৰ্ক রয়েছে। তৎকলীন অসমের রাজনৈতিক পরিস্থিতি এবং আজকের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে৷ এছাড়া ২০১৬ সাল থেকে এখন পৰ্যন্ত অসমে বিজেপি সরকার বিকাশের ক্ষেত্ৰে এক আমূল পরিবৰ্তন করেছে, বলেন নীতিন নবীন৷

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য পেশ করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল প্রমুখ। ছিলেন দলের সর্বভারতীয় নেতা বৈজন্তজয় পাণ্ডা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, অসমে দলের সাংগাঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্ৰ রাজু৷

উল্লেখ্য, অধিবেশেনে আগে বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় কাৰ্যনির্বাহী সভাপতি তথা দেশের জনপ্ৰিয় যুবনেতাকে ২০ সহস্ৰাধিক কাৰ্যকৰ্তা শোভাযাত্রা করে লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শংকরদেব কলাক্ষেত্ৰে নিয়ে আসেন। বিনানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি দিলীবৃপ শইকিয়ারা। আগামীকাল শনিবার দলের কাৰ্যনিৰ্বাহী কমিটির দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande