অবৈধ বিদেশিদের বিরুদ্ধে হিমন্তবিশ্ব নেতৃত্বাধীন অসম সরকারের কড়া অবস্থানকে পূর্ণ সমর্থন বিজেপির প্ৰদেশ কার্যনির্বাহী কমিটির
গুয়াহাটিতে দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে দলের অসম প্রদেশ কার্যনির্বাহী কমিটির বৈঠকের প্রথম দিন একটি রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে।
s নীতিন নবীনের সঙ্গে একান্তে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর


গুয়াহাটিতে দলের সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন

গুয়াহাটি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে দলের অসম প্রদেশ কার্যনির্বাহী কমিটির বৈঠকের প্রথম দিন একটি রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের কড়া অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি, অসমীয়া সমাজকে বিভাজিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে কংগ্রেসকে সতর্ক করেছে অসম বিজেপি।

আজ শুক্রবার শ্রীমন্ত শংকরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সভা।

প্ৰদেশ বিজেপির মুখপাত্র জয়ন্তকুমার গোস্বামী জানান, সভার দ্বিতীয় অধিবেশনে মন্ত্রী রঞ্জিতকুমার দাস প্রস্তাবটি উপস্থাপন করেন। প্রস্তাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অবৈধ বিদেশি (বাংলাদেশি)-দের বিরুদ্ধে বিজেপি-নেতৃত্বাধীন সরকারের গৃহীত পদক্ষেপগুলির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি, সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সরকারের চলমান অভিযানগুলিকেও সম্পূর্ণ সমর্থন জানানো হয়েছে।

প্রস্তাবটি উপস্থাপন করতে গিয়ে রঞ্জিত দাস অভিযোগ করেন, কংগ্রেস দল বৃহত্তর অসমীয়া সমাজের মধ্যে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ ধরনের রাজনীতি না করতে সতর্ক করা হয়েছে।

প্রস্তাবের পক্ষে বক্তব্য পেশ করেছেন বিজেপির একাধিক জ্যেষ্ঠ নেতা। সাংসদ পরিমল শুক্লবৈদ্য, মন্ত্রী বিমল বরা এবং বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ ডা. নোমল মোমিন সরকারের পদক্ষেপগুলিকে সমর্থন জানিয়ে বলেন, অসমের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ সব পদক্ষেপ প্রয়োজনীয়।

প্রদেশ বিজেপির প্রধন মুখপাত্র কিশোর উপাধ্যায়, গোয়ালপাড়া জেলা বিজেপি সভাপতি দীপঙ্কর নাথ এবং প্রদেশ স্তরের নেতৃবৃন্দ সহ অশ্বিনী রায় সরকার সহ আরও অনেক দলীয় পদাধিকারী রাজনৈতিক প্রস্তাবটির প্রতি সমর্থন জানান।

প্রদেশ বিজেপির কার্যনির্বাহী সভা সাংগঠনিক বিষয় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার কথা।

আজকের উদ্বোধনী অধিবেশনে অন্য বহু পদাধিকারীর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোৱাল, দলের সর্বভারতীয় নেতা বৈজন্তজয় পাণ্ডা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, অসমে দলের সাংগাঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্ৰ রাজু

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande