সাঁওতালি ভাষায় রাষ্ট্রপতির ভারতের সংবিধান প্রকাশের প্রশংসা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান প্রকাশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এটি সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং গণতান্ত্রিক অংশগ্রহণকে শক্তিশালী করবে। রাষ্ট্র
সাঁওতালি ভাষায় রাষ্ট্রপতির ভারতের সংবিধান প্রকাশের প্রশংসা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান প্রকাশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এটি সংবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং গণতান্ত্রিক অংশগ্রহণকে শক্তিশালী করবে।

রাষ্ট্রপতির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এর ওই সংক্রান্ত পোস্ট শুক্রবার শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা। সাঁওতালি ভাষায় সংবিধান সাংবিধানিক সচেতনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও গভীর করবে। ভারত সাঁওতালি সংস্কৃতি নিয়ে গর্বিত এবং দেশের অগ্রগতিতে সাঁওতালি সম্প্রদায়ের অবদানের জন্যও গর্বিত।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে সাঁওতালি ভাষায় সংবিধান প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু| রাষ্ট্রপতি জানান, এটি সাঁওতালি সম্প্রদায়ের কাছে খুবই গর্বের বিষয়। তাঁরা অলচিকি হরফে লেখা সংবিধান পড়তে পারবেন। প্রসঙ্গত, চলতি বছরই অলচিকি হরফের শতবর্ষ পূর্ণ হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande