
লখনউ, ২৬ ডিসেম্বর (হি.স.): তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার কারণে উত্তর প্রদেশ জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে| তাই উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, বেশ কিছু স্কুলের সময়ও পরিবর্তন করা হয়েছে। সকালের দিকে তাপমাত্রার তীব্র হ্রাস এবং দৃশ্যমানতা প্রায় শূন্যের কোঠায় পৌঁছানোর ফলে পড়ুয়ারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। পূর্ব উত্তর প্রদেশের বারাণসী জেলা প্রশাসন শুক্রবার পঞ্চম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ