
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বীর বাল দিবস উপলক্ষে সাহসী সাহেবজাদাদের আত্মত্যাগের কথা স্মরণ করেছেন। তিনি বলেন, এই দিনটি সাহস, দৃঢ় বিশ্বাস এবং ন্যায়ের সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স মাধ্যমে এক পোস্টে বলেন, বীর বাল দিবস হল শ্রদ্ধার একটি দিন। এই দিনটি সাহসী সাহেবজাদাদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য নিবেদিত। আমরা মাতা গুজরিজি-র অটুট বিশ্বাস এবং শ্রী গুরু গোবিন্দ সিংজির অমর শিক্ষাকে স্মরণ করি। এই দিনটি সাহস, দৃঢ়তা এবং ধার্মিকতার সঙ্গে জড়িত। তাদের জীবন এবং আদর্শ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে যাবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ