
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): সপ্তাহের শুরুতে খুব খারাপ থাকলেও শেষের দিকে কিছুটা উন্নত হলো দিল্লির বাতাসের গুণগত মান। শুক্রবার সকালে দিল্লির বাতাসের বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) পৌঁছল ২৯২-তে। বেশ কিছু মনিটরিং স্টেশনের একিউআই ২০০-র তলায় নেমেছে। এদিন সকালে একিউআই এর মান: আয়া নগর - ২১২, মথুরা রোড - ২৬৫, ডাঃ কারনি সিং শুটিং রেঞ্জ - ২৯০, দ্বারকা সেক্টর ৮ - ২৩৮, আইআইটি - ২৩১, জওহরলাল নেহরু স্টেডিয়াম - ২৫৩, আনন্দ বিহার - ৩৭৭, বাওয়ানা - ৩৫৩, জাহাঙ্গিরপুরি - ৩৭২, নারেলা - ৩৪৫, নেহরু নগর - ৩৪৬, বিবেক বিহার - ৩৬১ ছিল|
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ