দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। এই দিনটির তাৎপর্যের ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশ সাহসী সাহেবজাদাদের স্মরণ
দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লির ভারত মণ্ডপমে ‘বীর বাল দিবস’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন। এই দিনটির তাৎপর্যের ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশ সাহসী সাহেবজাদাদের স্মরণ করছে, যাঁরা ভারতের গর্ব। তিনি বলেন, ২৬ ডিসেম্বর যখনই আসে, তখনই তিনি নিশ্চিত হন যে সরকার সাহেবজাদাদের শৌর্যে অনুপ্রাণিত হয়ে বীর বাল দিবস উদযাপনে উদ্যোগী হবে। গত চার বছর ধরে নতুন এই রীতির মাধ্যমে সাহেবজাদাদের আদর্শ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে। এর ফলে, সাহসী ও প্রতিভাবান যুব সম্প্রদায় গড়ে উঠছে। প্রত্যেক বছর বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা স্মরণীয় সাফল্য অর্জন করে তাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে সম্মান জানানো হয়। এ বছর দেশের বিভিন্ন প্রান্তের ২০টি শিশুকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তিনি জানান, এদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানতে পেরেছেন পুরস্কৃত কেউ কেউ অনবদ্য সাহস প্রদর্শন করেছে। কেউ আবার সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। পরিবেশকে রক্ষা করার কাজে অথবা বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবনমূলক উদ্যোগেও কেউ কেউ সামিল হয়েছে। অনেকে আবার খেলাধূলা, শিল্প ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি বলেন, পুরস্কার প্রাপকরাই শুধু এর মধ্য দিয়ে সম্মানিত হয়নি, পাশাপাশি তাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা এবং পরামর্শদাতাদের উদ্যোগও স্বীকৃতি পেয়েছে। তিনি পুরস্কার বিজেতা ও তাদের পরিবারের সদস্যদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, সাবিত্রী ঠাকুর, রভনিৎ সিং, হর্ষ মালহোত্রা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande