
কলকাতা, ২৬ ডিসেম্বর (হি. স.) : পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র । রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে শুক্রবার তৃণমূলে যোগ দিলেন পার্নো। যোগদানের পর পার্নো বলেন, ‘একথা ঠিক আমি বেশ কয়েকবছর আগে রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। তবে মানুষ মাত্রেই তো ভুল করে থাকে। আমারও ভুল সংশোধনের সময় এসেছে, তাই বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান করলাম।’
পাশাপাশি চন্দ্রিমা বলেন, ‘মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে আকৃষ্ট হয়ে তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন পার্নো। নেত্রীর সম্মতিক্রমে এদিন ওকে দলে নেওয়া হল।’
উলেখ্য, ২০১৯ সালে রাজনীতিতে পা রাখেন পার্নো। সেই বছরই তিনি যোগ দেন বিজেপিতে। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বরানগরে থেকে বিজেপির টিকিটে লড়াই করে পরাজিত হন।
হিন্দুস্থান সমাচার / সোনালি