রাস্তার পাশে অস্থায়ী ড্রেনে বাইক পড়ে মৃত্যু ব্যক্তির
ফুলবাড়ি, ২৬ ডিসেম্বর ( হি. স.) : রাস্তার পাশে অস্থায়ী ড্রেনে বাইক নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চম্পদগছ গ্রামে। মৃত ব্যক্তির নাম গোপাল রায়। চম্পদগছ গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি।
রাস্তার পাশে অস্থায়ী ড্রেনে বাইক পড়ে মৃত্যু ব্যক্তির


ফুলবাড়ি, ২৬ ডিসেম্বর ( হি. স.) : রাস্তার পাশে অস্থায়ী ড্রেনে বাইক নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চম্পদগছ গ্রামে। মৃত ব্যক্তির নাম গোপাল রায়। চম্পদগছ গ্রামের বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ি বাজার থেকে কেনাকাটা সেরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন গোপাল রায়। বাড়ির ঢোকার রাস্তার পাশেই দীর্ঘদিন থেকে বড় গর্ত খুঁড়ে অস্থায়ীভাবে একটি ড্রেন তৈরি করা হয়েছিল। বাইক নিয়ে বাড়ি যাওয়ার সময় তিনি ওই ড্রেনে পড়ে যান ব্যক্তি।

গোপাল রায় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর শুরু হয় তাঁর খোঁজ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পরিবারের লোকেরা দেখতে পান, তিনি ওই ড্রেনের মধ্যে পড়ে রয়েছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে এনজেপি থানার পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande