
রাবাত, ২৭ ডিসেম্বর(হি.স.): মরক্কো টানা ১৯ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না। তাদের টানা জয়ের বিশ্বরেকর্ড অবশেষে থামল শুক্রবার রাতে মালির সঙ্গে ১-১ ড্র করে।
তবে ম্যাচ না হারায় তাদের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল ২২ ম্যাচে। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর আর পরাজয়ের স্বাদ পায়নি মরক্কো।
রাবাতে এই ম্যাচের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ এর তারকা ব্রাহিম দিয়াস।
এরপর মালি সমতায় ফেরে ৬৪তম মিনিটে। ১১ ম্যাচের মধ্যে প্রথম গোল হজম করে মরক্কো।
গত বিশ্বকাপে চমক দেখিয়ে চতুর্থ হওয়া দলটি অবশ্য পয়েন্ট হারালেও গ্রুপের শীর্ষে আছে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে।
এ দিনই আরেক ম্যাচে মোহামেদ সালাহর শেষ সময়ের পেনাল্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করে মিশর।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি