
লন্ডন, ২৭ ডিসেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে হুবেন অ্যামুরির দল ম্যানচেস্টার ইউনাইটেড। তিন ম্যাচে এটাই লিগে তাদের প্রথম জয়। প্যাট্রিক ডোগুর একমাত্র গোলটি করেন।
প্রতিপক্ষের মাঠে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬ শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে নিউক্যাসল। অন্য দিকে ইউনাইটেডের ৯ শটের তিনটি থাকে লক্ষ্যে।
১৮ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট ২৯, আপাতত পাঁচে উঠে এসেছে অ্যামুরির দল। সমান পয়েন্ট নিয়ে তাদের উপরে চেলসি, নিচে লিভারপুল।
সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে নিউক্যাসল। লিগে শেষ তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার, অন্য ম্যাচ হয় ড্র।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি