৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড টি-টোয়েন্টিতে
মায়ানমার, ২৭ ডিসেম্বর (হি.স.) : মায়ানমারের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার ৪ ওভারে মাত্র ৭ রানে ৮টি উইকেট শিকার করেন ভুটানের সোনাম।আর এর ফলে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম ম্যাচে ৮ উইকেট নিতে পারলেন কেউ।
৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড টি-টোয়েন্টিতে


মায়ানমার, ২৭ ডিসেম্বর (হি.স.) : মায়ানমারের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে শুক্রবার ৪ ওভারে মাত্র ৭ রানে ৮টি উইকেট শিকার করেন ভুটানের সোনাম।আর এর ফলে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম ম্যাচে ৮ উইকেট নিতে পারলেন কেউ।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচে ৭ উইকেট ছিল দুই জনের। ২০২৩ সালে চিনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদরুস। চলতি মাসের শুরুর দিকে ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন বাহরাইনের পেসার আলি দাউদ।

এই তিন জন ছাড়া বিশ ওভারের ক্রিকেটে ম্যাচে ৭ উইকেট আছে আরও দুই জনের। ২০১৯ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন নেদারল্যান্ডসের অফ স্পিনার কলিন আকারম্যান। ২০২৫ সালের জানুয়ারিতে বিপিএলে রাজশাহীর হয়ে ১৮ রানে ৭ উইকেট নেন তাসকিন আহমেদ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande