
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক শুরু হয়েছে। শনিবার দিল্লির ইন্দিরা ভবনে ওই বৈঠকে যোগ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে যোগ দেওয়ার আগে দলের সাংসদ গৌরব গগৈয়ের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার 'মনরেগা' প্রকল্প নিয়ে যা করার পরিকল্পনা নিয়েছে, তা লক্ষ লক্ষ শ্রমিককে বিপদে ফেলবে। তিনি বলেন, বিজেপি সরকার একটি বিপজ্জনক লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছে। আমরা তা বাধা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।
বৈঠকের শুরুতে শ্রীপ্রকাশ জয়সওয়াল এবং শিবরাজ পাটিলের স্মরণে নীরবতা পালন করা হয়| বৈঠক শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মনমোহন সিংয়ের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ