
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক হয় শনিবার| দিল্লির ইন্দিরা ভবনে ওই বৈঠকে যোগ দেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিন কেন্দ্রের জি রাম জি আইনের বিরোধিতায় দেশ জুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। ইউপিএ আমলে চালু হওয়া গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প ‘মনরেগা’ বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিবর্তে আনা হয়েছে ‘জি রাম জি’ আইন। গান্ধীজির নাম বাদ দেওয়া নিয়ে তুমুল বিতর্ক চলছে। মনরেগায় পুরো টাকাই কেন্দ্র দিত। কিন্তু নতুন আইনে রাজ্যকেও সেই বোঝা বইতে হবে। এ দিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘কংগ্রেসের উত্তরাধিকার খর্ব করা হচ্ছে। গান্ধীজির নাম বাদ দেওয়াকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এটা ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা।’
বিভিন্ন রাজ্যে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভোটার তালিকা থেকে দরিদ্র, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেছেন যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কংগ্রেস সম্পূর্ণ ঐক্যবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ