
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার শ্রী গুরু গোবিন্দ সিং জির প্রকাশ পর্ব উৎসবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতি বলেন, শ্রী গুরু গোবিন্দ সিং জির পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে সকলকে উষ্ণ শুভেচ্ছা! অদম্য সাহস ও বিরল প্রজ্ঞার দ্বারা তিনি মানুষকে ন্যায়নিষ্ঠ জীবনযাপনে অনুপ্রাণিত করেছিলেন এবং তাঁর অনুসারীদের এমন এক শক্তিতে পরিণত করেছিলেন, যারা ন্যায়বিচার ও আত্মসম্মানের আদর্শ রক্ষার জন্য উদ্বুদ্ধ হয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষদেরও সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারত। তিনি প্রতিকূলতার মাঝেও অনুগ্রহ এবং আদর্শের জন্য আত্মত্যাগের এক প্রতীক। ঐক্য, সহানুভূতি এবং সকলের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে একটি সম্প্রীতির সমাজ গড়ার জন্য তাঁর শিক্ষা মানবজাতিকে পথ দেখিয়ে চলুক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ