
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): খুনের হুমকি পেলেন জনশক্তি জনতা দলের (জেজেডি) সভাপতি তেজ প্রতাপ যাদব। পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, তাঁর দলের বহিষ্কৃত জাতীয় মুখপাত্র সন্তোষ রেণু যাদব তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। বর্ধিত নিরাপত্তা চেয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরিকেও তিনি চিঠি লিখেছেন। শনিবার সম্রাট চৌধুরি বলেন, হ্যাঁ, আমি তাঁর চিঠি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সচিবালয় থানা সূত্রে জানা গেছে, তেজ প্রতাপের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরজেডি প্রধান লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপের দাবি, সন্তোষ রেণু যাদবকে জেজেডির জাতীয় মুখপাত্র নিযুক্ত করা হয়েছিল, কিন্তু পরে তিনি দলের আদর্শের বিরুদ্ধে কাজ শুরু করেন। তাই তাঁকে বহিষ্কার করা হয়। এর পরেই তেজ প্রতাপকে হুমকি দেওয়া শুরু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ