
মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.) : মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২–এ ব্যাগেজ বেল্ট সিস্টেমে সাময়িক ত্রুটির কারণে শনিবার যাত্রীদের জন্য ট্রাভেল অ্যাডভাইসরি জারি করেছে বিমান সংস্থা ইন্ডিগো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যার ফলে চেক-ইন ও ব্যাগেজ সংগ্রহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। ইন্ডিগোর গ্রাউন্ড টিম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যার সমাধান ও যাত্রীদের অসুবিধা কমাতে কাজ করছে।
ইন্ডিগো কর্তৃপক্ষ এই অস্থায়ী অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য