দীপ্তি শর্মা টি-২০তে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন
কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.) : তিরুবনন্তপুরমে শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় খেলায় দীপ্তি শর্মা মহিলাদের টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন। এই অফ স্পিনার এখন টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫১টি আন্তর্জাতিক উইকেট নিয়ে মেগান শুটের
দীপ্তি শর্মা টি-২০তে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন


কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.) : তিরুবনন্তপুরমে শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় খেলায় দীপ্তি শর্মা মহিলাদের টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন। এই অফ স্পিনার এখন টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫১টি আন্তর্জাতিক উইকেট নিয়ে মেগান শুটের সাথে সমান ।

শ্রীলঙ্কা ইনিংসের ১৯তম ওভারে মালশা শেহানিকে আউট করে দীপ্তি এই মাইলফলক স্পর্শ করেন।

মহিলাদের টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট:

*দীপ্তি শর্মা - ১২৮ ইনিংসে ১৫১

*মেগান শুট - ১২২ ইনিংসে ১৫১

*হেনরিয়েট ইশিমওয়ে- ১১১ ইনিংসে ১৪৪

*নিদা দার - ১৫২ ইনিংসে ১৪৪

*সোফি একলেস্টোন - ১০০ ইনিংসে ১৪২ উইকেট।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande