
নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার শ্রী গুরু গোবিন্দ সিং জির প্রকাশ উৎসবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, শ্রী গুরু গোবিন্দ সিং জি সাহস, করুণা এবং ত্যাগের প্রতীক। তাঁর জীবন এবং শিক্ষা আমাদের সত্য, ন্যায়বিচার, ধার্মিক ভাব এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। গুরু জির দৃষ্টিভঙ্গি প্রজন্মকে সেবা এবং নিঃস্বার্থ কর্তব্যের দিকে পরিচালিত করে চলেছে।
প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন, শ্রী গুরু গোবিন্দ সিং জির প্রকাশ উৎসবে আমরা তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তিনি সাহস, করুণা এবং ত্যাগের প্রতীক। তাঁর জীবন এবং শিক্ষা আমাদের সত্য, ন্যায়বিচার, ধার্মিকতা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে অনুপ্রাণিত করে। গুরু জির দৃষ্টিভঙ্গি প্রজন্মকে সেবা এবং নিঃস্বার্থ কর্তব্যের দিকে পরিচালিত করে চলেছে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় এই বছরের শুরুতে তখত শ্রী হরিমন্দির জি পাটনা সাহিবে তাঁর সফরের কথা স্মরণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ