
রাঁচি, ২৭ ডিসেম্বর (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৮ থেকে ৩০ ডিসেম্বর তিন দিনের সফরে ঝাড়খণ্ডে আসছেন। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন বিমানবন্দর থেকে হিনু চক, বিরসা চক এবং আরগোরা চক থেকে লোকভবন পর্যন্ত ২০০ মিটার পরিধির মধ্যে নো-ফ্লাই জোন ঘোষণা করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা ২৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত কার্যকর থাকবে। বিএনএসএসের ধারা অধীনে প্রদত্ত ক্ষমতার মাধ্যমে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এইসব এলাকায় ড্রোন ওড়ানো, প্যারাগ্লাইডিং এবং হট এয়ার বেলুন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ