
নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর ঢেকেছে কুয়াশার চাদরে। ঘন কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। ঘন কুয়াশার জন্য বিমান চলাচলে বাধার সৃষ্টি হওয়ায় যাত্রীদের উদ্দেশে ট্র্যাভেল অ্যাডভাইজরি জারি করা হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে। উড়ান দেরিতে চলার আশঙ্কার কথা জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ফ্লাইট স্ট্যাটাস দেখতে পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়াশার কারণে বিমান চলাচলে ব্যাঘাত নিয়ে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমেছে। চণ্ডীগড়, অমৃতসর, বারাণসী, দিল্লির মতো একাধিক শহরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। উড়ান পরিষেবা স্বাভাবিক রাখার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করছি। স্পাইসজেট জানিয়েছে, খারাপ আবহওয়ার কারণে দিল্লি, অমৃতসর, জম্মু, অযোধ্যা, গোরক্ষপুর, বারাণসী, দ্বারভাঙ্গা, পাটনা, গুয়াহাটি, বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে প্রভাব পড়তে পারে। উড়ানের ওঠা-নামায় দেরি হতে পারে। যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাসে নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে। ইন্ডিগোর তরফে প্রায় একই কথা জানানো হয়েছে। সেখানেও যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ